বাবা মা জানে


তুষার ভট্টাচাৰ্য 

ব্যর্থতা - আমাদের অন্ধকার ঝুলকালি মাখা টালির চালাঘর
জবুথবু শীতের সকালে গরম পোশাকহীন ভাইবোন
টিনের থালায় পড়ে থাকা বাসি রুটি আর আঁখি গুড় ;
আমাদের অভাবী বাবা জানে - ব্যর্থতা কাকে বলে
তাঁর কোটরে বসা ছানি পড়া দু'চোখে লেগে থাকে  - ফুরিয়ে যাওয়া শীত বিকেলের বিষণ্ণতা,কপালজুড়ে
ব্যর্থতার হিজিবিজি কাটাকুটি চিহ্ন দাগ  ;
মায়ের হাজা পড়া বাসনমাজা  শীর্ণ হাত,
রোগা শরীর জানে - কীভাবে জীবনের
সব ব্যর্থতা ছেঁড়া শাড়ির আঁচলে ঢেকে ঢুকে রাখতে হয়  ;
মাটির উনুনে পাটকাঠি দিয়ে ফোটানো খুদভাতের গন্ধে আমরা ভাইবোন জেগে থাকি পেটভর্তি গনগনে খিদে নিয়ে সারা রাত  ;
ব্যর্থতার গল্প আমাদের ছেঁড়া তোষকে, তেলচিটে বালিশে জড়িয়ে থাকে অষ্টপ্রহর  ;
শুধু ধান জোছনার চাঁদ উঁকি দিলে আমাদের ভাঙা ঘরে, জানালায় তখন ব্যর্থতাগুলি মুছে গিয়ে
ওই নীলিম আকাশ গঙ্গা থেকে রুপোলি স্বপ্নগুলি উড়ে এসে ঝরে পড়ে আমাদের বিনিদ্র দু'চোখের পাতায়।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন