অক্ষর যাপন

নবনীতা চট্টোপাধ্যায়

ফুটপাতে সন্ধ্যার আবছায়ায় পড়তে বসা
কিশোরটির চারপাশে আলো নেই|
শুধু বইয়ের অক্ষর থেকে উঠে আসা
এক আশ্চর্য আলো ছেয়ে গেছে মুখে|

ইঁটের উনুনে ফুটন্ত অন্নের সামনে
মায়ের ম্লান মুখে অলৌকিক ছায়াপথে
জলকণা ছুঁয়ে ছুঁয়ে ছুটছে আলো|
আলো নিভে আসে... আবার জ্বলে ওঠে...
জলবলয়ে বুনে  বুনে যায় মায়া|

রাত বাড়ে... ফুটপাতে অক্ষরযাপনে
কখন কিশোর নিজেই আলো হয়ে যায়... |

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন