আহমাদ কাউসার
একাত্তরে যুদ্ধে গেল
আমার দুটি ভাই
যুদ্ধ শেষে ওরা যে আর
ঘরে ফিরে নাই।
মায়ের কাছে শুনি যখন
আমার ভাইয়ের কথা
চোখের জলে কপোল ভাসে
বুকে লাগে ব্যাথা।
বাহাত্তরে মায়ের কাছে
আসে একটি খবর
গঙ্গাসাগর গ্রামের পাশে
ওদের নাকি কবর।
Share the content if you like it.