Select language to read news in your own language


কবিতাটি পড়ুন এবং আপনার কবিতা Upload করে অন্যকে পড়ান। SatSakal Facebook Page টি লাইক করে সঙ্গে থাকুন।


প্রশ্ন চিহ্ন থেকে যায়



ডা: সঞ্জয় কুমার মল্লিক 

দিন দিন পালিয়ে যাচ্ছে,
পালানোর সংখ্যা যাচ্ছে বেড়ে।
অনেকের মনে একটাই প্রশ্ন,পালিয়ে যাচ্ছে কেন?

উত্তর সহজ মেনে নিচ্ছে বলেই পালিয়ে যাচ্ছে।
না মানলে পালিয়ে যাওয়া অনেকটাই আটকানো যেতো।
বাবা সমাজে সন্মানহানীর পর মেনে নিতে চাইছে না, পারেও না অনেক বাবাই।
কিন্তু বেশীরভাগ মায়েরাই, সেই মেনে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে বাবার সাথে,
মেনে নেওয়ার দলেই। 
এমনও খবর পাওয়া যায়, মায়েরা নাকি সবই জানত/জানে কিন্তু বাবা নামক চাকরকে কেউ বলত/বলে না।
জানার পর বারন করলেও বারন শোনে না।
অসহায় বাবা নামক মানুষটিকে 
পাড়া - সমাজ - গ্রাম সবার হাসির পাত্র হতে হয়, মাথা নত করে হেঁটে যেতে হয়, সংসার করা - সন্তান প্রতিপালনের দায়ে।

উত্তর সেই সোজা,মেনে নিচ্ছে বলেই পালাচ্ছে বেশি।
বেশীরভাগ ক্ষেত্রেই শেষ লক্ষনরেখা কার্তিক পূজা, না হলেও জামাইষষ্ঠী।
ঐযে সাধের, আদরের একটি কিম্বা দুটি।

কানে এলো,চায়ের চুমুক দিতে দিতে জমে উঠেছে আলোচনা,
--কিরে কি হল কেসটা?
--মেনেই তো নিচ্ছে না শালা!
--দুর মাড়া(আঞ্চলিক ভাষা) তিন মাস পরে ঠিক মেনে নেবে, তুলে আন দিখিনি। 

তুলে আনা যায়, এটাও সহজ হয়ে গিয়েছে আজকাল!!
হতেও পারে!
লোকবল, বাহুবল থাকলে এটা আর অসম্ভব কি?
হচ্ছেও তো দিন দিন।
কোন পরিবারের মানসন্মান গেল? 
কার জীবন নষ্ট হল? 
কে কে কেঁদে দু-কুল ভাসালো তাতে কার কি যায় আসে? 
একদিন ফিস্টি হলেই হল।
শেষে সেই একটাই কথা -পরিবার, আত্মীয়স্বজন,
বাবা - মা সত্যিই কি সন্তানের খারাপ চায়?
ads banner
Share the content if you like it.