Select language to read news in your own language


কবিতাটি পড়ুন এবং আপনার কবিতা Upload করে অন্যকে পড়ান। SatSakal Facebook Page টি লাইক করে সঙ্গে থাকুন।


সমাজ আজ ভালো নেই

ডা: সঞ্জয় কুমার মল্লিক 

বিশ্বাস করুন,

সমাজ আজ ভালো নেই।

মহিলারা নিরাপদ নয়।

শিশু নিরাপদ নয়।

সাধারন পুরুষ মানুষও আজ নিরাপদ নয়।

যে কোনো সময় যে কোন মুহুর্তে এই তিন শ্রেণীর প্রাণ চলে যেতে পারে।

অপরাধীরা নাম দেখানো এরেস্ট হবে।

আইনের মার প্যাঁচে, টাকা, ক্ষমতার জোরে ছাড়া পেয়ে যাবে, অন্ধ কানুনের কাছে।

বিচার হবে না।

জামিনে মুক্তি পেয়েই সারা জীবন মুক্ত হয়েই জীবন কাটিয়ে দেবে অপরাধীরা।

তারা জেনে গেছে, আমাদের কিছুই হবে না!!

তাই বার বার এগিয়ে চলেছে মৃত্যুর মিছিল,

শারীরিক ও মানসিক নিগ্রহের মিছিল।

এ মিছিল আপাতত শেষ হবার নয়,

                আপাতত কুড়িটা বছর অনন্ত নয়।

সমস্ত চাহিদা মিটিয়ে নেওয়ার পর।

সমস্ত পাপ কাজ করার পর।

যখন পাপীরা বুঝে যাবে পাপের প্রায়শ্চিত্ত করতে পাপ ওদের বাড়িতেই হানা দিয়েছে।

আইন-আদালত বুঝে যাবে এবার কিছু একটা অন্তত

ব্যবস্থা নেওয়া উচিৎ।

না হলে নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তখনই অপরাধ ও অপরাধীরা রেহাই পাবে না আর।

শান্ত হবে সমাজ, শান্তি পাবে সবাই।

আপাতত বিশ্বাস করুন

চারিদিকে চোখ মিলে দেখুন

সমাজ আজ ভালো নেই।

এ কোন সমাজ যেখানে জীবনেরই দাম নেই।।

ads banner
Share the content if you like it.