Select language to read news in your own language


কবিতাটি পড়ুন এবং আপনার কবিতা Upload করে অন্যকে পড়ান। SatSakal Facebook Page টি লাইক করে সঙ্গে থাকুন।


শব্দপ্রহর

 
মৃণাল কান্তি দেব 

শঙ্খমালায় কানামাছি - রিস্কলাইন জমজমাট,
সৈরিন্ধ্রীতে সমাদৃতা - বজ্রধারায় ডার্ট। 
শব্দে শিখরে ঈশানবহ্নি - যুক্তশাখে তরঙ্গ,
শৈলীশাখে উত্তরা - মেঘের কোণে নবরঙ্গ!

কনফারেন্সের হৃদশিরায় শুধু শ্বাসযুদ্ধের দাপট,
অকালবোধনের আগুন বসে পশ্চিমী অনামিকায়,
প্রহরের সোনমজ্বর খুঁজে যায় আকাশের আলো, 
চেনা পার্কের নিউইয়র্ক ফ্লাওয়ার লিখতে থাকে গান। 
পুনর্জন্মের ভোর জাগ্রত- জাগ্রত ঝিলে মেশা অনিরুদ্ধর মতো।  
আলাপের রাজকুমারী তাই আসে দেবাঞ্জলির নামে। 

অন্তরাতে অগ্নিকাজরী - অহনাতে বিপর্যয়।
উদ্বোধিত অন্যনীল - তবু কাটছে না মহা ভয়। 
রুক্ষ সাজে প্রাচীন রুধির - প্রথম শিখায় ভূমি,
স্বপ্নে নয়নে টক্কর - কলতানে সুনামি। 

ভেজা ক্ষতর কিনারায় নামছে অনুজা বৃষ্টি, 
ট্রেলারের ঘূর্ণিতে তাই রূপকথাদের সিঁড়ি, 
অক্ষশক্তির মাঝেও যখন বাঁচে শব্দনীহারের বন্দিনী, 
তখন অন্দরের অনিন্দ্যরাগে ভাসতে থাকে নন্দিনী।

আজের আবহ উষ্ণতায় -কালের আহির তোর্সায়, 
ছায়াতে মাখা ফাগুনকোণ - সম্পূর্ণা সেই বর্ষায়।
পাহাড়রাগের সরগম জানে কোন কুয়াশায় ইরা -
খোলা ইচ্ছেতে সানগ্লাস - রাজপথে হাসে নীরা। 




ads banner
Share the content if you like it.