শব্দপ্রহর

 
মৃণাল কান্তি দেব 

শঙ্খমালায় কানামাছি - রিস্কলাইন জমজমাট,
সৈরিন্ধ্রীতে সমাদৃতা - বজ্রধারায় ডার্ট। 
শব্দে শিখরে ঈশানবহ্নি - যুক্তশাখে তরঙ্গ,
শৈলীশাখে উত্তরা - মেঘের কোণে নবরঙ্গ!

কনফারেন্সের হৃদশিরায় শুধু শ্বাসযুদ্ধের দাপট,
অকালবোধনের আগুন বসে পশ্চিমী অনামিকায়,
প্রহরের সোনমজ্বর খুঁজে যায় আকাশের আলো, 
চেনা পার্কের নিউইয়র্ক ফ্লাওয়ার লিখতে থাকে গান। 
পুনর্জন্মের ভোর জাগ্রত- জাগ্রত ঝিলে মেশা অনিরুদ্ধর মতো।  
আলাপের রাজকুমারী তাই আসে দেবাঞ্জলির নামে। 

অন্তরাতে অগ্নিকাজরী - অহনাতে বিপর্যয়।
উদ্বোধিত অন্যনীল - তবু কাটছে না মহা ভয়। 
রুক্ষ সাজে প্রাচীন রুধির - প্রথম শিখায় ভূমি,
স্বপ্নে নয়নে টক্কর - কলতানে সুনামি। 

ভেজা ক্ষতর কিনারায় নামছে অনুজা বৃষ্টি, 
ট্রেলারের ঘূর্ণিতে তাই রূপকথাদের সিঁড়ি, 
অক্ষশক্তির মাঝেও যখন বাঁচে শব্দনীহারের বন্দিনী, 
তখন অন্দরের অনিন্দ্যরাগে ভাসতে থাকে নন্দিনী।

আজের আবহ উষ্ণতায় -কালের আহির তোর্সায়, 
ছায়াতে মাখা ফাগুনকোণ - সম্পূর্ণা সেই বর্ষায়।
পাহাড়রাগের সরগম জানে কোন কুয়াশায় ইরা -
খোলা ইচ্ছেতে সানগ্লাস - রাজপথে হাসে নীরা। 




0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন