নতুন প্রেমের গান শোনায়


বজলুর রশীদ


একটা কবিতার পারায়ণ
জীবনের নামতায় জাগবে -
আলোকিত পৃথিবীর সন্ধানে
বর্ষশেষের প্রতিটি লগ্ন বলে যায়,
আবার আসছি নতুন রূপে
দূর হোক অন্ধকারের রঙ।

একটা কবিতার আকুতি...
সুর যেখানে জীবন প্রকৃতি
সেখানে থাকবে না বিপদের ঘনঘটা!
অতঃপর; বর্ষশেষে কবিতা পারায়ণ
শুধুই বাঁচার স্পর্শ কবিতা-
সংক্রমিত পৃথিবীকে
নতুন প্রেমের গান শোনায়
এইটুকুই বেঁচে নেওয়া।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন