ডালিম সূত্রধর
হৃদয়পুরে বইছে প্লাবণ
ফাগুন বীণার সুরে
ফাগুন ঋতু গুন গুনিয়ে
আসল বছর ঘুরে।
পলাশ ফুলের ডালে ডালে
গাইছে কোকিল গান
কুহুতানে প্রকৃতির জুড়ায়
বয় যে খুশির বাণ।
বসন্তের যে লাগলো ছোঁয়া
ফাগুন দিনের মাঝে।
নতুন রুপে নতুন ক্ষণে
প্রকৃৃতি যেন সাজে।
Share the content if you like it.