নবনীতা চট্টোপাধ্যায়
এখন আমাদের ভিতরে আর কোনো আলো নেই|
জমাট অন্ধকারে ছেয়ে আছে ভিতর ও বাহির|
যতদূর হেঁটে যাওয়া যায় নিজস্ব প্রান্তর-
রাস্তা জুড়ে খেলা করে ব্ল্যাকহোলের সন্তান-সন্ততিরা|
রোদ্দুর ছিঁড়ে ছিঁড়ে কাড়াকাড়ি করে খায়|
আর এক শূন্য রঙের অন্ধকার
জল... স্থল... অন্তরীক্ষ জুড়ে
ঊমিল ঢেউ তুলে হা-হা করে
হেসে উঠে ভেসে যায় অনিবার --
আলোর অঘোষিত নি:শব্দ মরণে.... |
এখন আমাদের ভিতরে আর কোনো আলো নেই|
জমাট অন্ধকারে ছেয়ে আছে ভিতর ও বাহির|
যতদূর হেঁটে যাওয়া যায় নিজস্ব প্রান্তর-
রাস্তা জুড়ে খেলা করে ব্ল্যাকহোলের সন্তান-সন্ততিরা|
রোদ্দুর ছিঁড়ে ছিঁড়ে কাড়াকাড়ি করে খায়|
আর এক শূন্য রঙের অন্ধকার
জল... স্থল... অন্তরীক্ষ জুড়ে
ঊমিল ঢেউ তুলে হা-হা করে
হেসে উঠে ভেসে যায় অনিবার --
আলোর অঘোষিত নি:শব্দ মরণে.... |
0 Reviews:
একটি মন্তব্য পোস্ট করুন