অসুখ


অঙ্কিত দে

১.
বদনাম কাঁধে নিয়ে ঘুরি ,
কান্নার শব্দ আড়ালে-আবডালে,
কেউ যাতে না শোনে ।
শহরই কেবল ,
আমার নিজেকে বদলে ফেলার
অসুখের কথা‌ জানে ।

২.
বুকপকেটে জমতে থাকে চোরাবালির
স্রোত ।
বাবা বলেছিল, শেষকৃত্যের সময় ছেলেই যাতে মুখে আগুন,আদর দেয়।
ছেলে সে কথা রাখেনি, সে থাকে দূরদেশে।

এখন, বাবা আর নেই।
তবে ছেলে রোজ আগুনের সান্নিধ্যে পোড়ে।


0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন