১.
বদনাম কাঁধে নিয়ে ঘুরি ,
কান্নার শব্দ আড়ালে-আবডালে,
কেউ যাতে না শোনে ।
শহরই কেবল ,
আমার নিজেকে বদলে ফেলার
অসুখের কথা জানে ।
২.
বুকপকেটে জমতে থাকে চোরাবালির
স্রোত ।
বাবা বলেছিল, শেষকৃত্যের সময় ছেলেই যাতে মুখে আগুন,আদর দেয়।
ছেলে সে কথা রাখেনি, সে থাকে দূরদেশে।
এখন, বাবা আর নেই।
তবে ছেলে রোজ আগুনের সান্নিধ্যে পোড়ে।
Share the content if you like it.