শুভ্রব্রত রায়
রঙীন হয়ে থাক তুমি
হোক রঙীন সবাই
রঙীন মনে রঙের প্রতাপ
পড়বে যেন সবটাই।
তোমার রঙে ভরিয়ে নিলাম
আমার যত সব কালো,
এখন যদি যাই;সবার মুখে
শুনবে কেবল সবই ভাল।
দোষ দেখো না গুণটি দেখ
নইলে দুষ্ট হবে আঁখি,
ফাঁক রেখো না কোন কাজে
তাহলে কর্ম হবে মাটি।
সব ভাল যার শেষটা ভাল
শেষের কথাই ভাব,
আমার কথা শেষে, নটেগাছটি খসে।
কারণ এবার আমি যাব।।
Share the content if you like it.