চন্দনা


শাফায়েত হোসেন রুবেল

উত্তরে বন্ধ দ্বার,
ঘর প্রায় অন্ধকার,
চৌকিতে চন্দনার
অস্ফুট ক্রন্দন আর 
হাত-মুখ বন্ধ তার। 
সম্মুখে শব্দ কার?

এ যে হায় খন্দকার!
উদ্দেশ্য মন্দ তার,
উগ্র হাস্যে মদ্য আর
চুরুটের গন্ধ তার।
তারপর ভণ্ডটার
আরম্ভ পাষণ্ডতার!

সেদিনের অন্ধকার
আজও মনে চন্দনার।
প্রেম ছিল ভণ্ড তার-
বুঝে তা কী অদ্য আর!
চন্দনার অদ্যকার
জীবনটা নর্দমার।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন