নন্দিনী আরজু রুবী
আস্থার ভগ্নাংশে অবশিষ্ট শেষ আলোটুকু
নিভে যায়, অবচেতনে মুখ থুবড়ে থাকে
বিবেচিত ভাবনা সব!
সুতীক্ষ্ণ উদ্ধত সংলাপ, এই ওঠানামা
স্বস্তিহীন নিমগ্ন ডুবে,--
আদ্যোপান্ত অমসৃণ বর্তমান;
কঠিনতর এ-সময়ে বিখণ্ডিত মন পেতে দেই।
বিক্ষিপ্ত ভবিতব্য গ্রন্থী খুলে ডাকে, বহুযুগ...
বহু দূর... উন্মুক্ত যাযাবর পথ
হয়তো রুদ্ধতায় পর্যবসিত প্রথাগত সব...।
তবুও অকপট জীবনের পাদটীকায়
বেজে ওঠে সুদূর সন্মোহণী সুর...।
Share the content if you like it.