নিমগ্ন ডুব...


নন্দিনী আরজু রুবী 


আস্থার ভগ্নাংশে অবশিষ্ট শেষ আলোটুকু
নিভে যায়, অবচেতনে মুখ থুবড়ে থাকে
বিবেচিত ভাবনা সব! 
সুতীক্ষ্ণ উদ্ধত সংলাপ, এই ওঠানামা
স্বস্তিহীন নিমগ্ন ডুবে,--
আদ্যোপান্ত অমসৃণ বর্তমান;
কঠিনতর এ-সময়ে বিখণ্ডিত মন পেতে দেই।
বিক্ষিপ্ত ভবিতব্য গ্রন্থী খুলে ডাকে, বহুযুগ...
বহু দূর...  উন্মুক্ত যাযাবর পথ 
হয়তো রুদ্ধতায় পর্যবসিত  প্রথাগত সব...।
তবুও অকপট জীবনের পাদটীকায়
বেজে ওঠে সুদূর সন্মোহণী সুর...।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন