দূরত্ব...


নন্দিনী আরজু রুবী 

দূরত্বের অপ্রতিম প্রতিধ্বনি
আশার সঞ্চার তো নয়, 
নয় প্রগাঢ় উষ্ণ অভ্যর্থনা! 

অদ্যাবধি ম্রিয়মাণ বুকের 'পরে
সমান্তরাল পথ অনতিক্রম্য দূর,
সীমাহীন শূন্যতার ভিতরে শুধু নীলাক্ততা--
আড়াল আর বিমুঢ় বিরুদ্ধ ক্ষণ।

আমাদের পথের 'পরে বিড়ম্বিত
অচেনা ছায়া, অবুঝ বায়না সব
বাহানায় অদৃশ্য যেন !
চাতকতৃষ্ণা উথল অতলান্তের গভীরতায় ,
ঐ আসে মরীচিকা ঢেউয়ে ঢেউয়ে;
চোখের তটরেখায় জল সিক্ত বিষাদ দহন! 

নৈকট্যের ক্ষীণ চাওয়া 
রৌদ্র পারের খেয়ায় ভেসে যায়,
আলো কুড়ানি স্তব্ধ সাঁঝ,
আঁধার ঘেঁষে শূন্য ফারাক...
তবু আশাহত দূরত্ব ছুয়ে অনন্ত প্রতীক্ষা!
এখন শেষ বেলায় অপলক দুচোখে
শুধু স্থির দূরত্ব রয়ে যায় অনন্ত কালের...!

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন