বর্বরদের উৎস ভূমি


বটু কৃষ্ণ হালদার


এ আমার দেশ,সোনার মাটি 

জনক রাজার কর্ষক জমি 

সোনার মাটি আজ অপবিত্র

বর্বরদের উৎকর্ষ ভূমি। 

শিক্ষা হেথা ভিক্ষা মাঙ্গে 

খাচ্ছে লাঠির গুঁতো 

অসভ্যেরা পিঠ বাঁচাতে

করছে নানান ছুতো।

বর্বররা আজ করছে উল্লাস 

লাগাম উঠেছে হাতে 

গরীবের ভাতে ভাগ বসাচ্ছে

বন্দুক হাতে রাতে।

দিন-দুপুরে ফাটছে বোমা

মরছে অনেক শিশু

ঠান্ডা ঘরে বসে হাসছে

কালীঘাটের বিশু।

পাড়ার মোড়ের যে নেতারা 

থাকতো কুঁড়ে ঘরে 

মাটিতে আজ পা পড়েনা

কোটি টাকার ভারে।

ঘুরছে মানুষ ঘূর্ণিপাকে

ঝরছে মাথার ঘাম 

নেতারা আজ মহাসুখী 

লেপের তলায় কোটি টাকার খাম।

খাল বিল কয়লা সব বিকচ্ছে

টাকা উড়ছে ভুরি ভুরি

এভাবে চুপ করে থাকলে 

একদিন শিশুদের ভবিষ্যৎ হবে চুরি। 

যেথায় শিশুরা রক্ত মাখে 

সে দেশ আমার নয় 

বুদ্ধিজীবীরা টাকায় বিক্রি হচ্ছে 

 প্রতিবাদ করতে ভয়।

এই দেশকে করতে স্বাধীন 

 নিয়েছিল বিপ্লবের দীক্ষা 

অযোগ্যরা আজ রাজভোগ খায় 

দেশ প্রেমিকরা করেছে ভিক্ষা।

নিজের জীবন বাজি রেখে 

ভু গে ছিলেন স্বাধীনতার জ্বরে

শেষের বেলায় পায়নি মাটি 

মরেছে অনাহারে।

নেতা মন্ত্রীরা জনগণ ঠকায়

মিথ্যা ব্রজ বুলি 

নেতারা বানায় মাকড়সার জাল 

জনগণ খাটছে গুলি।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন