কবি জয় গোস্বামীর কাছে প্রশ্ন


বটুকৃষ্ণ হালদার


জয় গোস্বামী জয়গোস্বামী 

তুমি অনেক বড় কবি

তাইতো এবার  বাথরুমেতে 

টাঙ্গাবো তোমার ছবি।

মনিপুরে যা ঘটেছে

সবইতো বাংলার থেকে শেখা

তোমার কলামে ফুটে ওঠে নি 

কেনো সে সব লেখা?

বাংলার অপসংস্কৃতি চুরি হয়েছে

যা মণিপুরের নয়

তবুও সে কথা স্বীকার করতে 

কেন তোমার ভয়?

তোমার লেখনী এই সময়ে 

বর্বর,অসভ্যদের মনোবল

তবে কি তুমি সত্যি  দেখতে পাও নি

সভ্য,শিক্ষিত আর মানবিকতার চোখের জল?

বাংলার এই নব্য জোয়ার 

অপসংস্কৃতির ঢেউ

সব ঘটছে তোমার চোখের সমানে 

অনেকে করছে তো ঘেউ ঘেউ।

বাংলা মা আজ করছে হাহাকার 

ঝরছে তাজা রক্ত

আর কত মায়ের কোল খালি হলে 

তোমার লেখনী হবে পাকাপোক্ত?

তোমার বিবেক কি বিকিয়ে গেছে 

 কোটি  টাকার গন্ধে

এই অপসংস্কৃতি শুধু তোমার নয়

বাংলায় ভরে গেছে  ধননন্দে।

সবাই জানি কবির কলমে 

কোন ভেদাভেদ নয়

কবিরা একমাত্র রাজনীতির উর্ধ্বে 

প্রতিরোধের কথা কয়। 

বেণীমাধবের কথা না ভেবে

 একটু বাংলার কথা ভেবো

বলতে পারো কবে তোমাকে 

বাংলার প্রেমিক হিসেবে দেখতে পাবো?

বক মামার মাছ ধরার মত 

শুধুই চুপ টি রবে?

তোমরা যদি প্রতিবাদ না কর

বাংলা তিলে তিলে শেষ হবে।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন