(১)
একটি ফুল ফুটেছে
চাঁদের মতো সুন্দর।
আমার হৃদয় দুলছে কেন?
(২)
সুগন্ধ আনতে সূর্য হতে হয়
প্রবালের মতো উজ্জ্বল লড়াই করতেই হয়।
(৩)
তোমার চোখে হেলেনের চোখের ছায়া
তোমার চোখে ব্লাকহোল।
আমি চেয়েছি, তোমার চোখ হবে
ভালোবাসার দজলা-ফোরাত।
(৪)
জানি, তোমার শরীর আমার প্রথম স্বর্গ।
তবুও, আমি শুধু মনকেই আলিঙ্গন করতে চাই।
(৫)
গোলাপ হয়ে উঠতে চেয়েছিল মেয়েটি
হতে পারেনি
প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যায় পথেই।
(৬)
শ্যুটিং তারকারা সবসময় পৃথিবীতেই বিধ্বস্ত হয়।
মুখোশটাই দায়ী।
(৭)
শ্রাবণপ্লাবন ওঠে হৃদয়ে।
তুমি কি শুধু মরিচীকা?
আচমকা জেগে উঠি, দেখি
কোমল দাগ লাগিয়ে দিলে সবুজ বাগানে।
(৮)
তার মুখে প্রতিচ্ছবি সাধারণ জনতার
আরও ছবি লাল সবুজ হলুদ মমতার।
(৯)
দর্শনা জংশনে বসে, যেখানে
দুই দর্শনা ভাগ হয়েছে সেখানে।
দেখি, বিচিত্রতা
দেখি বিভিন্নজনের গন্তব্যপথ।
(১০)
আমি তোমার নাম দিলাম নীলগিরি।
চুল আঁচড়াও ঘনবাতাসে
শিশিরবিন্দু মুখে এক সাহসিকা তুমি।
Share the content if you like it.