প্রত্যাশা


 

সফিকুজ্জামান


আমার প্রত্যাশাগুলো

অদ্ভুত বেজন্মা মনে হয়;

আকাশের কোনো এক কোণে

নরম মাটিই নেই, যে সেখানে ফসল ফলবে।

শুধু তারার আলো খেয়ে কি বাঁচা যায়?


পৃথিবীতে এখন প্রচুর প্রাচীর 

মুক্ত হাওয়ার অমলিন ডানা

কাঁটাতারে কেটে কেটে পড়ে

আধখানা মুখ ঢাকা মানুষের দল

মিথের ইস্পাতে কাটে সূর্য ইতিহাস।


এই রাতেই যে কারা সন্ততির হাত ধরে 

নতুন উদ্বাস্তু হবে,আমার-তোমার জানা নেই 

জেনে যাবে প্রিয় জন্মভূমি মাটি

আর নিস্তব্ধ শশ্মান ও কবরের কিছু ঘাস।

0 Reviews:

একটি মন্তব্য পোস্ট করুন