লুৎফুর রহমান চৌধুরী রাকিব
যতদিন গাছে গাছে ফুল পাতা ফুটবে
যতদিন পুবাকাশে লাল রবি উঠবে
ততদিন মুজিবুর বাঙালির প্রাণে
পিতা হয়ে থাকিবেন ছড়া আর গানে।
বাঙালির চেতনায় মুজিবের নাম
চিরদিন অম্লান তাঁর অবদান।
লাল আর সবুজের বিজয়ের কেতু
জয় করে গড়েছেন সাম্যের সেতু।
এই দেশ, এই মাটি, মুজিবের দান
তাঁর খুঁজে লুটোপুটি করে এই প্রাণ।
মুজিবুর করেছেন স্বাধীনতা লাভ
পৃথিবীতে উঁচু হলো বাঙালির ভাব।
বাংলার নদনদী যতদিন বহমান
ততদিন অন্তরে মুজিবুর রহমান।
মুজিবুর বাঙালির হৃদয়ের মিতা
মুজিবুর বাঙালির প্রাণপ্রিয় পিতা।
Share the content if you like it.