ডালিম সূত্রধর
আকাশ বাতাস ছন্নছাড়া
বজ্রতুফানে নেচে উঠে।
অন্ধকারের দিক বিদিশা
এদিক ওদিক সবাই ছুটে।
কখনো বা ভূকম্পনে
কেঁপে ওঠে বিশ্বধরা,
কখনো বা শুকায় পানি
দেখা মেলে প্রবল খরা।
মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে
ভয়ংকর রুপে ধেয়ে
মানুষ মরে লাখে লাখে
মহামারীর প্রকোপ পেয়ে।
ভাঙা গড়ার মাঝেই কেবল
স্রষ্টার খেলা চলছে
জীব তুমি সাবধান হও
খন্ড প্রলয় নামছে।
Share the content if you like it.